শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন

লামায় উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

তৈয়ব আলী লামা (বান্দরবান) :
  • আপডেট সময় রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করা হয়েছে। রবিবার (২০ ফেব্রুয়ারী ) সকাল ১১ ঘটিকায় হারগাজা উচ্চ বিদ্যালয় ভবন শুভ উদ্বোধন ও বিভিন্ন উন্নয়ন মুলক কাজের ভিক্তিপ্রস্তর করেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে বেলা সাড়ে ১১ থেকে হারাগাজা উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পার্বত্য মন্ত্রীর আগমনে লামা ও পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা হতে হাজার হাজার মানুষের ঢল নামে। বিশাল মতবিনিময় সভা ও উন্নয়ন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান নুরুল হোসাইন। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার নাছির উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহিম চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, ফাতেমা পারুল, শেখ মাহাবুবুর রহমান, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রেজাউল হক, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, এলজিইডি বান্দরবানের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন, মোহাম্মদ ওমর ফারুক, মোঃ জসিম উদ্দিন সহ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com