ভারতে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৭৬৭ জন।
অপরদিকে , দেশটিতে ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৭০ জন রোগী। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৩৭ জন। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরছেন আরও ৩ হাজার ৯৩৬ জন। যার ফলে ভারতে মোট সুস্থ হওয়ার রোগীর সংখ্যা দাঁড়াল ৬০ হাজার ৪২৬ জন।
বুধবার সকালে এ সকল তথ্য জানিয়েছেন ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ভারতে করোনায় আক্রান্তের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মহারাষ্ট্রে। এই একটি রাজ্যেই আক্রান্ত হয়েছেন অন্তত ৫৪ হাজার ৭৫৮ জন, মারা গেছেন ১ হাজার ৭৯২ জন। ভারতে মোট মৃত্যুর প্রায় ৪২ শতাংশ মহারাষ্ট্রে হয়েছে। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে তামিলনাড়ু। দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮, মৃত্যু ১২৭ জনের। গুজরাটে আক্রান্ত ১৪ হাজার ৮২১ জন, মৃত্যু হয়েছে ৯১৫ জনের। এছাড়া ভারতের রাজধানী দিল্লিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬৫ জন, মারা গেছেন ২৮৮ জন।
সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল
এমআর/প্রিন্স