সাংবাদিক অধ্যাপক এস.এম মনিরুজ্জামান (৫২) গতকাল শনিবার ভোররাত ৪ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি প্যানক্রিয়াস ইনফেকশন, ডায়াবেটিস ও প্রেসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী শেখ রাসেল গ্যাস্টোলিভার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক এস.এম.মনিরুজ্জামান ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক খবরপত্রের টাঙ্গাইল অঞ্চলে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তার পাঠানো লেখা ও সংবাদ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।
এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন টাংগাঈল জেলা সমাজকল্যাণ সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও জননেতা মো. আহসান হাবীব মাসুদ ও সেক্রেটারি মো. হুমায়ুন কবীর। শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, সাংবাদিক এস এম মনিরুজ্জামানের মৃত্যুতে জাতি হারালো একজন বিশিষ্ট সাংবাদিক, সমাজসেবক,শিক্ষক ও দ্বীনের একনিষ্ঠ দায়ীকে। এ অভাব পূরণ হবার নয়। নেতৃদ্বয় মহান আল্লাহ তাআলার কাছে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারনের তাওফিক কামনা করেন এবং মরহুমের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা কামনা করেন।