গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌসভার প্রায় ৪০ জন কৃষক-কৃষানিদের উদ্বুদ্ধকরণ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে শামছুল হক সুরুজ মিয়ার বাগান সংলগ্ন মাঠে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্রদর্শনীভুক্ত প্রায় ৪০ জন কৃষক-কৃষাণিদের অংশ গ্রহণে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার কাদিনগর শামছুল হক সুরুজ এর ৫ একর মাল্টা, লেবু, বড়ই, কমলা, জাব্বুরাসহ বিভিন্ন জাতের ফলের বাগন ও বাংলাদেশের সর্বপ্রথম সৌদি আরবের খেঁজুর উৎপাদনে সফলতায় দৃষ্টান্ত রাখা মোতলেবের খেঁজুরের বাগান পরিদর্শন করেন। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম, ভালুকা কৃষি সম্প্রাসরণ অফিসার মোঃ মিজানুর রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আক্তারুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাছান আলী, সাইদুর রহমান, শাহিন মিয়া, এরশাদুল্লাহ্, অফিস সহকারী তথ্য কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আঃ বারেক মিয়া প্রমুখ।