শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী জাম্বুরাছড়া গ্রামে অবস্থিত দারুল উলুম মারকাযুস সুন্নাহ জাম্বুরাছড়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত ৮টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রিপোটার্স ইউনিটির সভাপতি, সাংবাদিক, কলামিস্ট ইসমাইল মাহমুদ, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল গফুর কবির এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও কলামিস্ট এহসান বিন মুজাহির। গ্রামের প্রবীন মুরব্বি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষক মাওলানা জসিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার জাম্বুরাছড়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাকসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিবৃন্দকে ফুল দিয়ে স্বাগত জানান মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় মাদরাসার পক্ষ থেকে প্রকাশিত পবিত্র রমজানের সময়সূচির মোড়ক উন্মোচন করেন অতিথিরা। অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে মাদরাসার আস সুন্নাহ ছাত্র সংসদের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদার করা হয়।