ঠাকুরগাঁও জেলায় ২৮ মে বৃহস্পতিবার সন্ধ্যায় এম আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী একদিনে রেকর্ড সংখ্যক ১৭ জন করোনায় শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী।
আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আখানগর ইউনিয়নের মহেশপুরে ২ জন পুরুষ। বালিয়াডাঙ্গীর বড়পলাশবাড়িতে ৬ জন পুরুষ, ছোট লাহিড়িতে ২ নারী ও আমগাঁওয়ে ১ নারী।
পীরগঞ্জের জাবরহাটে ১ নারী, কোষারাণীগঞ্জে ১ পুরুষ ও পীরগঞ্জ হেলথ কমপ্লেক্সের একজন পুরুষ কর্মচারী। হরিপুরের কাঁঠালডাঙ্গীতে ১ জন পুরুষ ও হরিপুর সদরে ১ জন পুরুষ এবং রাণীশংকৈলের বাঁশবাড়িতে ১ জন পুরুষ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে। এর মধ্যে সদরে ১৪ জন, বালিয়াডাঙ্গীতে ২৭ জন, রাণীশংকৈলে ৭ জন, হরিপুরে ১৯ জন ও পীরগঞ্জে ১৭ জন।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁও জেলা থেকে আজ ২৮ মে ৬৮ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত পাঠানো হলো ১৪৫০ জনের নমুনা। মৃত্যু নেই এবং ২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এমআইপি/প্রিন্স/এমএফ