শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় করোনায় ১২৯৭ জনের মৃত্যু

খবরপত্র ‍নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিত প্রায় তেড়শ’জনের মৃত্যু হয়েছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেছেন আরও ১২৯৭ জন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৫৭৩ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২০ হাজারের বেশি মানুষ। ফলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১৭ লাখ ২০ হাজার ৬১৩ জন।

অপরদিকে, আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৬৮ হাজার ৪৬১ জন। মারা গেছেন ১ লাখ ৩ হাজার ৩৩০ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৮ হাজার ৭২৫ জন।

এদিকে, বিশ্বজুড়ে মোট আক্রান্তও লাফিয়ে বাড়ছে। বর্তমানে আক্রান্ত সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার মানুষের। সুস্থ হয়েছেন ২৪ লাখ ১৩ হাজার।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com