নেত্রকোনার দুর্গাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের করোনা পরবর্তিতে মেধা বিকাশে এক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি‘র আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা শিল্পকলা একাডেমি‘র মিলনায়তনে ‘‘মুল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংস্কৃতি’’ এই প্রতিপাদ্যে শিল্পকলা একাডেমি‘র সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন এর সঞ্চালনায় সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক এর সভাপতিত্বে প্রতিযোগিতা পুর্ব আলোচনায় অন্যদের মধ্যে আলোচনা করেন সাবেক কালচারাল অফিসার সুলোচনা সাংমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীরেশ্বর চক্রবর্ত্তী, উস্তাদ লক্ষণ পান্ডে, সংগীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তী, জিয়াউল হক, অভ্র নকরেক, বকুল ঘোষ, অসীম সরকার প্রমুখ। আলোচনা শেষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃত্তি, দেশের গান, চিত্রাংকন ও দেশের গানের উপর সাধারণ নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।