গোপালপুরে মাহে রমজান উপলক্ষে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষে জনসাধারণের অংশগ্রহণে শনিবার দুপুরে গোপালপুর থানা মিলনায়তনে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বিষয়ক উন্মুক্ত আলোচনা করেন পৌর মেয়র রকিবুল হক ছানা, ওসি (তদন্ত) মামুন ভূঞা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল হক, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক শামিম আল মামুন, কাউন্সিলর মইনুদ্দিন বাবু, হীরা শেখ ও নাসির উদ্দিন প্রমূখ। এ সময় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম-মুয়াজ্জিন ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।