বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করা হয়েছে দলটির সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার আহ্বায়ক আহমেদ আলী মুকিবকে। গত মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এর আগে ২০২১ সালের ১ জুলাই আহমেদ আলী মুকিবকে পুনরায় আহ্বায়ক এবং মীর মনিরুজ্জামান তপনকে সদস্য সচিব করে দলের সৌদি আরব পশ্চিমাঞ্চল শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমদ আলী মুকিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে আস্থা এবং ভরসা রেখেছেন আমি ইনশাআল্লাহ বহির্বিশ্বে বিএনপিকে অতীতের ন্যায় ভবিষ্যতেও আরো গতিশীল ও সুসংগঠিত করে এর প্রতিদান দিবো। তিনি আরো বলেন, বহির্বিশ্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আন্তর্জাতিক অঙ্গনে গতিশীল করার জন্য কাজ করে যাব।
ওদিকে, সৌদিআরব বিএনপির আহ্বায়ক আহমদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মনোনীত করার খবরে উজ্জীবিত সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ বহির্বিশ্ব বিএনপির নেতাকর্মীরা । দেশে-দেশে আনন্দ উল্লাস চলছে। নিজ নির্বাচনী এলাকা হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমীরিগঞ্জ) আসনের নেতাকর্মীদের মধ্যেই চলছে আনন্দ উৎসব। অভিনন্দন জানিয়েছেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ডক্টর শাকিরুল ইসলাম খান শাকিল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের উপদেষ্টা আসকির আলী, আমেরিকা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি আকম রফিকুল ইসলাম, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, গ্রীস বিএনপির সভাপতি মুখলেছুর রহমান, হল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর ছিদ্দিকুর রহমান ইমরান, পশ্চিমাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান তপন, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সাবেক সদস্য সচিব শওকত আলী, ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামান সরকার মনির, অষ্ট্রিয়া বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, জার্মান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান, বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলম হোসেন, মালদ্বীপ বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা আমিনুল ইসলাম জুনায়েদ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।