নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত বিশ্ব ঐতিহ্যে স্থানপ্রাপ্ত ইউনেস্কো কর্তৃক স্বীকৃত ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার তথা সোমপুর বিহার পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাকাও। তিনি সেখান পৌঁছলে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় তিনি পাহাড়পুর জাদুঘরও পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান, বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম, সোমপুর বিহার জাদুঘরের কাষ্টোডিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন। জাপানি রাষ্ট্রদূত পরিদর্শন শেষে বিশ্ববাসীকে এই বিহার পরিদর্শনের জন্য আহবান জানান।