রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

শ্রমিক সঙ্কট, বোরো ধান নিয়ে বিপাকে হিলির কৃষকেরা

মোসলেম উদ্দিন (হিলি) দিনাজপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মে, ২০২২

চলতি বোরো মৌসুমের ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত হয়ে উঠেছে দিনাজপুরের হিলির ধান চাষিরা। তবে শ্রমিক সঙ্কটের কারণে বিপাকে পড়েছেন তারা। আবার অতিরিক্ত মুল্যে শ্রমিক নিতে হচ্ছে কৃষকদের। এদিকে ধানের ফলন হয়েছে আশানুরূপ, হিলিতে ৭ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, বলছেন কৃষি অধিদপ্তর। সোমবার (৯ মে) হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন বোরো ধানের ক্ষেত ঘুরে দেখা যায়, প্রায় মাঠে ধান পেকে গেছে, দেখে মনে হচ্ছে মাঠে মাঠে সোনা ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব সোনা ফসল কাটা-মাড়াই করে ঘরে তোলার উপযুক্ত সময়। আবার গত কয়েক দিন আগে ঝড়-বৃষ্টিতে কিছু জমির পাকা ধান গাছ পড়ে গেছে মাটিতে। কৃষকরা জরুরি মনে করছেন এসব মাটিতে পড়ে যাওয়া জমির ধান আগে কাটার। তবে বর্তমান দেখা দিচ্ছে ধান কাটা-মাড়াইয়ের শ্রমিক সঙ্কট। স্থানীয় শ্রমিক পাচ্ছেন না কৃষক। প্রতি বছর বোরো এবং আমন মৌসুমে উত্তরাঞ্চল থেকে আসে ধান কাটা শ্রমিক। কিন্তু এবার সঙ্কট দেখা দিয়েছে বাহির থেকে আসা শ্রমিকদের। যদিও কিছু শ্রমিক আসছেন তা চাহিদা তুলোনায় কম। আবার এসব শ্রমিকদের কিনতে হচ্ছে চড়া দামে। বিঘাপ্রতি ধান কাটা-মাড়াই হিসেবে দিতে হচ্ছে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকা। আবার অনেক শ্রমিকদের চাহিদা আরও বেশি। বোরো ধান লাগানো থেকে কাটা-মাড়াই করতে যত খরচ হচ্ছে, তাতে ধান চাষে লোকসানের সম্ভাবনায় বেশি, মনে করছেন বোরো চাষিরা। হিলি বোরো ধান চাষি আব্দুল আজিজ বলেন, এবার আমি ৮ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। মাঠে আমার প্রায় সব ধান পেকে গেছে, ফলন অনেক ভাল হয়েছে। কিন্তু বিপাকে পড়েছি ধান কাটা শ্রমিকদের নিয়ে। স্থানীয় শ্রমিক নেই, বাহির থেকে আসা শ্রমিকও সঙ্কট। সাড়ে ৫ হাজার টাকা বিঘাপ্রতি দাম দিয়েও শ্রমিক মিলছে না। হিলি সাতনি গ্রামের ইশাহাক আলী বলেন, শ্রমিকের অভাবে মাঠে ধান পড়ে আছে, সব ধানে পাক ধরেছে। ১০ বিঘা জমিতে ধান লাগিয়েছি, শ্রমিকের অনেক দাম। বিঘাপ্রতি সাড়ে ৫ হাজার টাকা নিচ্ছে, তবুও যদি চাহিদা মোতাবেক শ্রমিক পাওয়া যেতো? গত বছর আমরা ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা দিয়ে শ্রমিক পেয়েছিলাম। হিলির জালালপুর গ্রামের কৃষক আকরাম হোসেন বলেন, আল্লাহ দিলে এবার মোর ধান ভালই আবাদ হয়ছে। তিন বিঘা জমিত ধান লাগাইছু, ধান কাটার লোক পাওয়া যাউছে না। তাই মুই এ্যাকায় মাঠত নামিছু, ধান কাটমু। কষ্ট হলেও নিজে ধান কাটে ঘরে তুলমু। হিলির বৈগ্রামের কৃষক গোলাম রাব্বানী বলেন, এবার আমি ১৩ বিঘা জমিতে ধান চাষ করেছি। গত আমন মৌসুমে ১৪ বিঘা ধান চাষ করেছি, দামও ভাল পাইছিলাম। তবে এবারও ধানের ফলন অনেকটা ভাল আছে। সব জমির ধান পাক ধরেছে, কাটা-মাড়াই শুরু করেছি। তবে লেবার খরচ অনেক বেশি। হাকিমপুর (হিলি) উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, আশানুরূপ হাকিমপুর উপজেলায় বোরো ধানের ফলন হয়েছে। গত কয়েক দিন আগের ঝড়-বৃষ্টিতে তেমন ধানের ক্ষতি হয়নি। এবার উপজেলায় ৭ হাজার ১১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করেছেন কৃষকেরা। আমরা শুরু থেকে এযাবৎ ধান চাষিদের বিভিন্ন ভাবে পরামর্শ সহ সেবা দিয়ে আসছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com