শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে মাদককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে-মাফরুজা সুলতানা মাইলস্টোন কলেজে নবম শ্রেণির বালিকাদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিদেশি প্রভুদের নিয়ে বিতাড়িত স্বৈরাচার ষড়যন্ত্র করেই যাচ্ছে: তারেক রহমান সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের সুপারিশ  ‘বিবেচনায় রয়েছে’: বদিউল আলম ১৬ বছর বঞ্চিতদের এবার অগ্রাধিকার ভিত্তিতে বইমেলয় স্টল বরাদ্দের দাবি ইসির অগাধ ক্ষমতা থাকলেও প্রয়োগে সমস্যা ছিল: বদিউল আলম আমাদের শিক্ষা কর্মসংস্থান খোঁজার মানুষ তৈরি করছে, যা ত্রুটিপূর্ণ: প্রধান উপদেষ্টা সেন্টমার্টিন: ‘স্থানীয়দের জীবিকা বনাম পরিবেশ রক্ষা’ আ. লীগ-জাপা নিষিদ্ধের দাবিতে ঢাবিতে কফিন মিছিল ১৫ বছরের জঞ্জাল সাফ করতে সময় লাগবে: মির্জা ফখরুল

প্লে-অফে গুজরাট

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১১ মে, ২০২২

সুপার জায়ান্টসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছিল গুজরাত টাইটান্স। তারপর দু’দলই একের পর এক হার্ডেল টপকে জায়গা করে নিয়েছিল লিগ টেবিলের ওপরের দিকে। লক্ষ্য ছিল, মঙ্গলবার জিতে প্রথম দল হিসেবে চলতি মরশুমে প্লে-অফের টিকিট নিশ্চিত করা। সেই লড়াইয়েও বন্ধু লোকেশ রাহুলকে হারিয়ে শেষ হাসি হাসলেন হার্দিক পান্ডিয়া। লখনউয়ের বিরুদ্ধে ৬২ রানে জিতে প্রথম চারে জায়গা পাকা করল গুজরাট। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান তোলে তারা। জবাবে ১৩.৫ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে গেল লখনউয়ের ইনিংস।
চলতি আইপিএলের শুরুর দিকে টস জিতে রান তাড়া করাই ছিল জেতার রেসিপি। শিশিরের কারণে পরের দিকে বোলারদের কাজটা কঠিন হয়ে উঠছিল। সেই ফর্মুলাতে এখন পরিবর্তনের হাওয়া। শেষ চার ম্যাচে রান তাড়া করা দলের সঙ্গী হয়েছে ব্যর্থতা। পাল্টে যাওয়া সেই রেসিপি মেনেই মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে মন্থর পিচে ব্যাটসম্যানরা বড় স্কোর খাড়া করতে পারলেন না। ৪৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকলেন শুভমান। দেড় শ’র কাছাকাছি পৌঁছে দিলো গুজরাতকে। মিলার (২৬) ও তেওয়াটিয়া (অপরাজিত ২২) গিলের সঙ্গ দিলেন। তবে ঋদ্ধিমান (৫), ওয়েড (১০), হার্দিকরা (১১) রান পাননি। জবাবে রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় লখনউ। কুইন্টন ডি’কক (১১), অধিনায়ক লোকেশ রাহুল (৮), করন শর্মা (৪), ক্রুনাল পান্ডিয়া (৫), আয়ুষ বাদোনি (৮) ও মার্কাস স্টোয়নিসরা (২) কেউই ক্রিজে থিতু হতে পারেননি। দীপক হুদা লড়াই চালালেন যোগ্য সঙ্গীর অভাবে তাকেও থামতে হলো ২৭ রানে। গুজরাতের হয়ে রাশিদ খান ৪ উইকেট নেন। সূত্র : বর্তমান




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com