আফ্রিকার দেশ কঙ্গোতে করোনার মধ্যেই নতুন ইবোলাভাইরাস মহামারী আকারে দেখা দিয়েছে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর এমবান্দাকায় নতুন ইবোলা মহামারী ঘোষণা করা হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই ভাইরাসটির চলমান প্রাদুর্ভাবের মধ্যেই পূর্বদিকে এক হাজার কিলোমিটারের মধ্যে একই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী এতেনি লঙ্গোন্ডো বলেন, এমবান্দাকায় চারজন মারা গেছেন। রাজধানী কিনশাসায় জাতীয় বায়োমেডিক্যাল পরীক্ষাগারে তাদের নমুনা পজেটিভ এসেছিল।
সাংবাদিকদের লঙ্গোন্ডো বলেন, এমবান্দাকাতে আমাদের একটি নতুন ইবোলা মহামারী রয়েছে। আমরা খুবই দ্রুত সেখানে তাদের জন্য ভ্যাকসিন ও ওষুধ পাঠাব।
এই প্রাদুর্ভাবের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসাস। তিনি এক টুইট বার্তায় বলেন, এই প্রাদুর্ভাব আমাদের স্বরণ করিয়ে দেয় মানুষ শুধুমাত্র কোভিড-১৯ মহামারী মোকাবেলা করছে না।
এমআইপি/প্রিন্স/এমএস