২৫ মে বুধবার দিনাজপুর প্রেসক্লাব এম আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র আয়োজনে বন্য প্রাণি হত্যা রোধে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভানেত্রী কানিজ রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, বাংলাদেশ বায়োডাইভার্সিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) বগুড়া উপদেষ্টা মোঃ জিয়াউর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবিন্দ্র নাথ সরেন, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল। প্রবন্ধ উপস্থাপনা করেন নেটওয়ার্ক মেম্বার বেলা ও দিনাজপুর প্রতিনিধি, দ্যা ডেইলি স্টার। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল। মুক্ত আলোচায় অংশ নেন নারী নেত্রী ইভু, সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, সুলতান মাহমুদ, শৈশব রাজু, রাবেয়া তুলতানা, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রুবেল মুর্মু, মিনতি রানী, হাজেরা হাসান, নুরুল মতিন সৈকত। বক্তারা বলেন, বনাঞ্চলকে সুরক্ষা করতে পারলে বন্য প্রাণি রক্ষা করা সম্ভব। বন্য প্রাণি হত্যা রোধে শুধু আইন দিয়ে নয়-চাই সচেতনতা বৃদ্ধি ও তাদের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন। প্রাকৃতিক পরিবর্তনের বিষয় সামনে রেখে আমাদের বসবাসযোগ্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে হবে। আসুন আমরা সবাই যে যার অবস্থান থেকে বন্য প্রাণিদের রক্ষায় এগিয়ে আসি।