গতকাল বুধবার বিকালে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে “উন্নত মম শির” শিরোনামে আলোচনা সভা কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নতুন এক মাত্রার সম্পাদক বিশিষ্ট কবি আল মুজাহিদী ।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি অধ্যাপক কবি আবু তাহের বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নজরুল ইন্সটিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, কবি আসাদ বিন হাফিজ, কবি জাকির আবু জাফর। সেক্রেটারি মাহবুব মুকুলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি যাকিউল হক জাকী,শাহাদাতুল্লাহ টুটুল।
সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াকুব আলী খান, মহানগর ও সাইমুম শিল্পীগোষ্ঠী, কবিতা আবৃত্তি করেন আজহারুল ইসলাম রণি, কামাল মিনা।
বক্তারা বলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মুসলিম জগতের বিশেষ করে বাঙালী মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। তিনি আমাদের রেঁনেসার অগ্রদূত, ইসলাম ও ঐতিহ্যের রুপকার। তার কবিতায় অবহেলিত, বঞ্চিত, শোষিত বাঙালি মুসলমানের আত্মদর্শন ফুটে উঠেছে। তিনি শুধু তার কালেই নয় বর্তমান কাল এবং ভবিষ্যৎ শতাব্দীতেও এক মহান মানবতাবাদী, উপনিবেশবাদ ও সা¤্রাজ্যবাদ বিরোধী চির-বিদ্রোহী কবি। বাঙালী মুসলমানদের সাংস্কৃতিক গৌরব প্রতিষ্ঠার জন্য প্রাণপাত করে গেছেন তিনি।
মুসলমানদের সভ্যতা, ইতিহাস-ঐতিহ্য, সাংস্কৃতিক উজ্জীবনের অগ্রদূত হিসেবেই আবির্ভূত হয়েছিলেন, এ জন্য কবিকে চির অমরতা দান করেছে। তিনি সকলের মাঝে তখনও যেমন দীপ্তগৌরবে বেঁচে ছিলেন ভবিষ্যতেও তেমনি থাকবেন, যার অবিনাশী গান, কবিতা, গজল, প্রবন্ধ, নিবন্ধ, নাটক, গল্প ও উপন্যাস আমাদের পথ দেখায়, হেরা স্পর্ষের অনুপ্রেরণা যোগায়। প্রেস বিজ্ঞপ্তি