গজারিয়ার আনারপুরার বসুন্ধরা পেপার মিলস লি: ৩নং ইউনিটে কর্মরত শ্রমিকদের বিভিন্ন হয়রানী ১৬মাস ধরে বেতন ও ওভারটাইমের মজুরি না দিয়ে বিভিন্নভাবে হয়রানী করার অভিযোগ করেছে কর্মরত শ্রমিকগণ। বকেয়া বেতনের দাবী করায় মিথ্যা অভিযোগ দেখিয়ে ২দিন ও ৫দিনের মজুরী কর্তন করেছে বসুন্ধরা কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বকেয়া বেতন ও ভাড়াটে সন্ত্রাসী দিয়ে মারধর ও হয়রানী করার প্রতিবাদে রোববার (বিকাল ২টার সময়) ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে শ্রমিকগণ। এ সময় আধা ঘন্টার জন্য মহাসড়কের সকল যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে গজারিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। কারণে অকারণে শ্রমিকদের ২ দিনের ৫দিনের মাসিক বেতন থেকে কর্তন করা হয়। বকেয়া বেতন ও ওভার টাইমের টাকা দেওয়ার জন্য চাপ দিলেই কর্মক্ষেত্রে বিভিন্ন অনিয়ম দেখিয়ে মজুরি কর্তন করে নোটিশ দিয়ে দেন। যাতে করে তাদের বিরুদ্ধে কোন শ্রমিক কোন কিছু বলতে না পারেন। ডেইলি বেসিস ওয়ার্কার টিপু সুলতান স্টাফ আইডি নং ৩৪৬ ও অপারেটর কনভার্টিং মো: নজরুল ইসলাম (গ্রেড -৩) আইডি নং ১৮৮৯। টিপু সুলতানের মে মাসের দুই দিনের মজুরি কর্তন করা হয়েছে এবং নজরুল ইসলামের এপ্রিল মাসের ৫দিনের মজুরি কর্তন করা হয়েছে। নজরুল ইসলাম বলেন, আমি অপারেটর হিসেবে আছি বসুন্ধরার ৩নং ইউনিটে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পেলাম। আমাদের বকেয়া বেতন আরো ১৬ মাসের বাকী। বেতনের বিষয়টি নিয়ে যারা কথা বলি তাদেরকে বিভিন্নভাবে হয়রানী করা হয়। এই কোম্পানীতে কোন শ্রমিক ইউনিয়ন বা শ্রমিকদের পক্ষে কোন সংগঠন সক্রিয় নাই। বাহিরের ভাড়াটিয়া শ্রমিক ইউনিয়ন করিয়ে কোম্পানীতে যারা কাজ করে এবং লিডিং পর্যায়ে যারা থাকে তাদের বিভিন্ন অজুহাতে বেতন কর্তন করা হয়। এমন একটি অভিযোগ আমার বিরুদ্ধে আননয়ন করে কোম্পানী যে আমি রাত ৩টার সময় ঘুমিয়ে ছিলাম। এই অভিযোগ এনে আমার এপ্রিল মাসের ৫দিনের বেতন মজুরী কর্তন করা হয়েছে। টিপু সুলতান বলেন, নজরুলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে আমার বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। আমরা রাত তিনটার সময় কর্মক্ষেত্রে পরিদর্শনে এসে ঘুমন্ত অবস্থায় পেয়েছে এই জন্য ২দিনের মজুরী কর্তন করে নোটিশ করে দিয়েছেন। প্রজেক্ট প্রধান প্রকৌশলী আবুল হাসান জানান, বকেয়া বেতন দেয়া হয়েছে। শ্রমিকদের আন্দোলনের পূর্বেই শ্রমিকদের বেতন প্রদান করা হয়েছে। বহিরাগত কোন সন্ত্রাসী দিয়ে কোন শ্রমিককে মারধর করা হয় না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ব্যাংকের মাধ্যমে একাউন্টে জমা দেয়া হয়েছে। এ বিষয়ে গজারিয়া থানার ওসি মো: রইছ উদ্দিন জানান, বকেয়া ১৬ মাসের বকেয়া বেতনের মধ্যে বর্তমান মাস অর্থাৎ মে মাসের বেতন পরিশোধ করা হয়েছে। কোম্পনী বিভিন্ন সমস্যার কারণে বেতন বকেয়া হয়েছে বলে জানিয়েছেন। ধীরে ধীরে তারা তাদের শ্রমিকদের বকেয়া বেতন ও মজুরী পরিশেধ করবেন বলে বসুন্ধরা পেপার মিলস কোম্পানীর কর্মকর্তা নিশ্চিত করেছেন।