ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও মা আয়েশা (রাঃ) নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা আইনজীবীদের পক্ষে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে বিএনপি আইনজীবী ফোরামের পক্ষ থেকে এই মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নবীন জিন্দালকে আইনের আওতায় এনে শাস্তিরও দাবী করেন বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারী আইনজীবীগণ। এ সময় এড. জাহাঙ্গীর আলম ঢালীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারের সাধারণ সম্পাদক এড. মাসুদ আলমের নেতৃত্বে এই মানব বন্ধনে অংশ গ্রহণ করেন সাবেক বারের সভাপতি এড. জাকারিয়া মোল্লা, ফারুক আহম্মেদ, সুমন সরদার, নুর হোসেন, এড. সাইফুল আলম স্বপন, এড. স্বপনসহ আইনজীবীবৃন্দ। অপরদিকে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধনের পরে সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে মানব বন্ধন করেছে বিএনজির এই আইনজীবী ফোরামের সদস্যরা। মুন্সীগঞ্জ জেলার নেতৃবৃন্দের দাবী এই সরকার মানুষের জন্য নয় নিজেদের পকেট পুজোয় আর ক্ষমতা ধরে রাখার জন্য কাজ করে। সাবেক এই দেশ নেতৃর জন্য সরকারের কোন মমতা নাই , আছে শুধু হানা হানি আর লুটপাচ করার ভাবনা।