জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পানি কচু জাতের প্রর্দশনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার পাটাবুকা গ্রামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বগুড়ার কন্দাল গবেষণা উপ- কেন্দ্রের আয়োজনে কন্দাল ফসল গবেষণা উপ- কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত প্রর্দশনী ও কৃষক মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র, কন্দাল ফসল গবেষণা কেন্দ্র গাজীপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুর রহমান, উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা রাজিউল হাসান মন্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সরেজমিন গবেষণা এমএলটির কৃষিবিদ রেজাউল করিম মন্ডল, রেশাবুল হক, সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন, কৃষকের পক্ষে বক্তব্য রাখেন মজিবর রহমান ও সুন্দর আলী প্রমুখ।