নীলফামারী জেলা কৃষকলীগের সম্মেলন স্থগিতের দাবীতে বিক্ষোভ কর্মসুচী পালন করেছে জেলা ও উপজেলা কৃষকলীগের নেতারা। এতে নেতৃত্ব দেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায়। আগামী ২৫ জুলাই জেলা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয় এরআগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট অক্ষ্ময় রায় অভিযোগ করে বলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির কাজ সম্মেলন প্রস্তুত করা কিন্তু তারা সেটি না করে কমিটি গঠন, আত্মীয় করণ, বহিঃস্কার এমনকি জামাত শিবির অনুপ্রবেশ করিয়েছে। ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধা নিয়ে অন্যদের জায়গা দিয়েছেন। জেলা কৃষকলীগের আওতায় ইউনিট গঠন করে জেলা সম্মেলনের আয়োজন করতে হবে। দাবী উপেক্ষা করে যদি জেলা সম্মেলন করা হয় তাহলে সম্মেলনের দিন হাজারো নেতা কর্মী সম্মেলন স্থলে শুয়ে পড়বে এবং তাদের বুকের উপর দিয়ে সম্মেলন স্থল যেতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইয়াহিয়া আবিদ বলেন, নিয়ম মাফিক কার্যক্রম পরিচালনা করেছে সম্মেলন প্রস্তুত কমিটি। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটিগুলো দেয়া হয়েছে। এখানে কোন অনিয়ম করা হয়নি। আজকে যারা বিক্ষোভ কর্মসুচী পালন করেছে এ বিষয়টি কেন্দ্রে পাঠানো হবে। বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিশ^নাথ রায় বিটু জানান, আগামী ২৫জুলাই নীলফামারী জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ। তিনি বলেন, সম্মেলন প্রস্তুুত কমিটি যেখানে হয়েছে সেখানে আর জেলা কমিটি থাকে না। সম্মেলন প্রস্তুতি কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তবে বিক্ষোভের বিষয়টি নিয়ে কথা বলা হবে।