গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলাম বুধবার যোগদান করেছেন। তিনি জিএমপির বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবিরের স্থলাভিষিক্ত হলেন। জিএমপির সদর দফতরে যোগদানের পর নতুন কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবির। এ সময় অতিরিক্ত কমিশনার বরকতুল্লাহ খানসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যোগদানের পর তিনি সহকর্মীদের সাথে মতবিনিময় করেন।
গত ৩০ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ সদর দফতরে পদায়ন করা হয়। তার স্থলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত ৩০ জুন তারিখের প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়। ২০০১ সালে ২০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মোল্যা নজরুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার গ্রামের বাড়ি নড়াইলে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলে সন্তানের জনক। তার স্ত্রী শারমিন আক্তার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-পরিচালক। সাহসী ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য মোল্যা নজরুল ইসলাম একাধিকবার বিপিএম ও পিপিএম পদকে ভূষিত হন।