বৃহস্পতিবার (৩ জানুয়ারি) শপথ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। এ বিষয়ে প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২ জানুয়ারি) সংসদ সচিবালয়ের পরিচালক মোঃ তারিক মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগামীকাল সকাল ১১ টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।’
এর আগে, একইদিন দুপুরে নির্বাচন কমিশনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, ‘নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হতে পারে।’
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হয়।
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে জয় পায়। আওয়ামী লীগ একাই জিতেছে ২৫৯টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দলটি টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। এই নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। বিএনপি এককভাবে পেয়েছে ৫টি। নির্বাচনে এককভাবে ২০টি আসন পেয়ে দ্বিতীয় বৃহত্তম দল হয়েছে জাতীয় পার্টি। একাদশ সংসদে তারাই বিরোধী দল হতে যাচ্ছে। বিএনপি জোটের সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন বলে জানা গেছে। এরইমধ্যে তারা ভোটের ফল প্রত্যাখ্যান করেছে।
খবরপত্র/এমআই