সোনাগাজীর আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন। সোমবার বিকালে পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, সহকারি পুলিশ সুপার (সার্কেল) মাশকুর রহমান, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে এসপি আবদুল্লাহ আল মামুন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন ও মৎস্য অফিসার তূর্য্য সাহা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সাথে বৈঠক করেন, এসময় তিনি থানা ও পাঁড়ি এলাকা সহ আবাদ যোগ্য সকল ভূমিতে বনজ ফলজ বৃক্ষ রোপন এবং কৃষি উপযোগী ভূমিতে ফসল চাষাবাদের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।