জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার অন্তর্গত বালিঘাটা ইউনিয়নের পাঠাবুকা গ্রামের ঐতিহ্যবাহী আখড়া ঘাটে ছোট যমুনা নদীতে ব্রীজ না থাকায় হাজার হাজার গ্রামবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকোতে পারাপার হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঈদের নামাজ পড়া এবং বিভিন্ন প্রয়োজনে নদীতে বাঁশের সাঁকো দিয়ে নদীর এপার ওপারের সাধারণ জনগণসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী পাঁচবিবি ও জয়পুরহাট জেলা শহরে যাতায়াত করছে। স্থানীয় গ্রামবাসীরা আক্ষেপ করে বলেন, প্রায় চল্লিশ বছর ধরে শুনছি আখড়া ঘাটে ব্রীজ নির্মাণ করা হবে কিন্তু আজও হয়নি। আসলে আমাদের দুঃখ কষ্ট কেউ বোঝেনা। এ ব্যাপারে জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড: সামছুল আলম দুদু জানান,ইতিমধ্যে আখড়া ঘাটের ব্রীজ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। খুব শিগগিরই নির্মাণ কাজ শুরু করা হবে।