লক্ষ্মীপুরের রামগতিতে এক নারীসহ নতুন করে আরও ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র নিশ্চিত করে জানান, সোমবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এই ৩জন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন, রামগতি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের একজন নারী, ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রামের একজন, অপরজন উপজেলার বড়খেরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় রামগতি উপজেলার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিভিন্ন উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এমআইপি/প্রিন্স