রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

লামায় আইনগত সহায়তা দিবস পালিত

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ-এই প্রতিপাদ্যে বান্দরবানের লামায় বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা,অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় লামা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানান আয়োজনে পায়রা উড়িয়ে রেলীর উদ্বোধন করেন লামা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও লামা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ। লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন থেকে রেলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ ভবনের সামনে এসে শেষ হয়। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও লামা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ এসময় বক্তব্য রাখেন, লামা পৌর সভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মোঃ আনোয়ার হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এখিং, লামা থানার অফিসার ইনচার্জ শামীম শেখ,লামা আইনজীবি সমিতির সভাপতি সাদেকুল মাওলা ইরাক, রুপসী পাড়া ইউ পি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা কোর্টের সিনিয়র আইনজীবি এ্যাডভেকেট মোঃ মামুন মিয়া,এ্যাডভোকেট মোঃ জাফর আলম,সভায় উপস্থিত ছিলেন, আইনজীবি, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, এনজিও কর্মী, বিচারপ্রার্থী প্রমূখ। অনুষ্ঠানে সরকারি খরচে বিনামূল্যে আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, লামা চৌকি আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com