বাংলাদেশ কালচারাল একাডেমি বর্ণাঢ্য আয়োজনে স্মরণ করলো জাতীয় কাজী নজরুল ইসলাম ও মানবতার কবি ফররুখ আহমদকে। গত ২৬ জুন ফেসবুক লাইভে এই ভার্চুয়াল আয়োজনের মধ্যে ছিল আলোচনা, আবৃত্তি, নাটিকা ও সঙ্গীত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রঊফ। বাংলাদেশ কালচারাল একাডেমির চেয়ারম্যান শরীফ বায়জীদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কালচারাল একাডেমির সেক্রেটারি আবেদুর রহমান। দুই বরেণ্য কবির জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন অধ্যাপক মতিউর রহমান, কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান, কবি হাসান আলীম, প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, হাসনাত আব্দুল কাদের, কবি ফররুখ আহমদের পুত্র সৈয়দ আহমদ আখতার প্রমুখ।
কবি কাজী নজরুল ইসলাম ও ফররুখ আহমদের লেখা সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সালাহউদ্দিন আহমদ, আবু বকর সিদ্দিক,তফাজ্জল হোসেন খান, আবুল কাশেম, গোলাম মওলা মশিউর রহমান, আমিরুল মোমীন মানিক,ওবায়দুল্লাহ তারেকসহ একঝাঁক নবীন শিল্পী। কবিতা আবৃত্তি করেন নাসির মাহমুদ, মাহবুব মুকুল, মুস্তাগিছুর রহমান,মৃন্ময় মিজান ও শিশু আবৃত্তিকার রাহাত ও সা’দ। নিবেদিত কবিতা পাঠ করেন, কবি আমিনুল ইসলাম,জাকির আবু জাফর ও আহমদ বাসির প্রমুখ।