রাজধানীর শ্যামবাজার ফরাসগঞ্জে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনা ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
সোমবার (২৯ জুন) বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন তদন্ত কমিটি গঠন হওয়ার এই খবর জানিয়েছেন।
জানা যায়, মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।ধারণা করা হচ্ছে কমপক্ষে শতাধিক যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।
এদিকে, ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে, নৌবাহিনী,ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২৩ জনের মরাদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।
এমআইপি/প্রিন্স