লামা উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপিত হয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে লামা উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা এবং আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন কর্মসুচীর মধ্যদিয়ে জন্মদিন উদযাপন করা হয়। সকাল ৯টায় জেলা পরিষদ গেষ্ট হাউজে উপজেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদিপ কান্তি দাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ রফিক, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, সরকারী মাতামুহুরী কলেজ ছাত্রলীগের নেতা- কর্মী সমর্থক বৃন্দ প্রমুখ। বক্তারা বলেন, শেখ রাসেল আমাদের বাঙালির একটা আবেগ ও অনুভূতির নাম। যাকে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নির্মমভাবে হত্যা করা হয়েছে।রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ট পুত্র শেখ রাসেল। শেখ রাসেলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও তার আতœার মাগফিরাত কামনা করছি।