আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে ফুটবলের সবচাইতে বড় আসর বিশ্বকাপ ফুটবল। আর বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন দেশের পতাকা বেচাকেনা শুরু হয়েছে ইতিমধ্যে। আর কয়েকদিন মধ্যেই বিভিন্ন দেশের পতাকা উড়বে শহরের বিভিন্ন প্রান্তে। তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা, চট্রগ্রাম, খুলনা, ফরিদপুর জেলা শহর, নগরকান্দা, সালথা, ভাঙ্গা, মধুখালী উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা উপজেলার বিভিন্ন স্থানে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে অংশগ্রহণ করা দেশ গুলোর জাতীয় পতাকা বিক্রি হচ্ছে। এ ব্যাপারে কথা হয় পতাকা বিক্রেতা মামুনের সাথে। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান তার বাড়ি ঢাকা, থাকেন ফরিদপুরে। মূলত তিনি বিভিন্ন দেশের জাতীয় পতাকা বিক্রি করেন। আর কয়েকদিন পর খেলা শুরু হলে তার বিক্রিও বেড়ে যাবে। বর্তমানে প্রকারভেদে প্রতিটা পতাকা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে। এছাড়া ছোট পতাকা বিক্রি হচ্ছে ২০ থেকে ৫০ টাকার ভীতরে। পতাকা বিক্রিতে শীর্ষ অবস্থান করছে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। এছাড়া ইংল্যান্ড, জার্মানি, সহ অন্যান্য দেশের পতাকা বিক্রি হচ্ছে মোটামুটি। তিনি জানান সময় এগিয়ে আসলে বিশ্বকাপে পতাকা বেচাকেনা ভালো হবে। যদিও বাংলাদেশ বিশ্বকাপে নেই তারপরও বাংলাদেশের পতাকা বিক্রি হচ্ছে ভালই। মূলত তরুণ প্রজন্মের লোকজনের কাছে এই বিশ্বকাপের পতাকার চাহিদা সবচেয়ে বেশি বলেও তিনি জানান। দেশের সকল জেলা, উপজেলার বিল্ডিং গুলোর ছাদে উড়তে দেখা যাবে পছন্দের খেলোয়াড়ের দেশের পতাকা। চলছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। যেখানে বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালে খেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। ভাগ্য ভালো থাকলে সেটাও হয়তো সম্ভাবনা রয়েছে। সেদিকে দেশের ভক্তরা তেমন খেয়াল না রাখলেও ঠিকই বিশ্বকাপ ফুটবলের খবরাখবর রাখছেন নিয়মিত।