বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল ফুল প্রকৃতিকে সাজিয়েছে ভিন্ন সাজে প্রচন্ড গরমে বরিশালের তৈরী হাত পাখা দেশব্যাপি মানুষের শরীর শীতল করছে, ভাল নেই পাখা কারিগররা সুটিয়াকাঠী ইউনিয়নের গণ মানুষের ঢল নেমেছে আনারস প্রতীকের পক্ষে মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো দুর্গাপুর উপজেলা প্রশাসন জলঢাকায় নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করার অভিযোগ কালীগঞ্জে পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির ঋণ বিতরণ সৎ ও নিষ্ঠাবান উপজেলা চেয়ারম্যান রেজবী-উল-কবির নকলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ফটিকছড়িতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বশর নামে এক সিএনজি ড্রাইভারকে মারধর! দুর্গাপুরে বিশ্বমা দিবস উপলক্ষে গাছের চারা বিতরণ

মোস্তাফিজকে কেকেআরের প্রস্তাব, এনওসি দেয়নি বিসিবি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

আইপিএলে খেলার কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল মোস্তাফিজুর রহমানের। তবে বাধ সাধল বিসিবি। তারকা পেসারকে এনওসি দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। খবরে আরো বলা হয়, সূত্রে জানা গেছে, পরের মাসেই শ্রীলঙ্কা সফর। অক্টোবরের ২৪ তারিখ থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ। সেই কারণেই আইপিএলে খেলতে যেতে দিল না বিসিবি।

কেকেআর এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুই দলেরই একজন করে পেসার আসন্ন টুর্নামেন্টে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তারই পরিবর্ত হিসাবে মোস্তাফিজুরকে চেয়েছিল দুই ফ্র্যাঞ্চাইজি। এমনটাই জানানো হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে। মুম্বাই লাসিথ মালিঙ্গার পরিবর্তে ইতিমধ্যেই নিয়েছে জেমস প্যাটিনসনকে। তবে কেকেআর হ্যারি গার্নির পরিবর্ত এখনও ঘোষণা করেনি। ক্রিকবাজকে বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘আইপিএলে খেলার প্রস্তাব পায় মুস্তাফিজুর। তবে আমরা এনওসি দিইনি। কারণ সামনেই শ্রীলঙ্কা সফর।’ ঘটনা হলো, ২৪ বছরের বাংলাদেশি পেসার গত বছরের মার্চ মাস থেকে টেস্ট দল থেকে বাদ পড়েছেন। ইংল্যান্ড বিশ্বকাপে ২০টি উইকেট দখল করেন তিনি। তারপর থেকে দেশের জার্সিতে কেবলমাত্র সীমিত ওভারের সিরিজেই দেখা গিয়েছে তাকে। ২০১৫ সালে অভিষেক ঘটানোর পর ১৩ টেস্টে ২৮টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ২০১৮ সালে শেষবার আইপিএলে অংশ নিয়ে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। টুর্নামেন্টে ৭ উইকেট নেওয়ার পর চোট পেয়ে দেশে ফিরে আসেন তিনি। তারপর বিসিবি নাজমুল হাসান বলেন, বিদেশের লিগে খেলার জন্য মোস্তাফিজুরকে আর এনওসি দেয়া হবে না। ২০১৬, ২০১৭ সালে মোস্তাফিজুর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলে ব্যাপক সফল হয়েছিলেন। ১৭টি ম্যাচ খেলে ১৭টি উইকেট সংগ্রহ করেন বাংলাদেশের তারকা পেসার। ডিসেম্বরের নিলামে বিসিবি মুস্তাফিজুরকে নিলামে নাম রাখার অনুমতি দিলেও তিনি অবিক্রিত রয়ে যান। জানা গেছে, চলতি মাসের শেষের দিকেই বিসিবি ক্যাম্পের আয়োজন করছে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে। মোস্তাফিজুর সেই ক্যাম্পে থাকতে পারেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com