শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:৪১ অপরাহ্ন

যানজট নিরসনে হাইওয়ে পুলিশের অভিযান: নিষিদ্ধ ২৪টি গাড়ি জব্দ

দেলোয়ার হোসেন রশিদী (সাতকানিয়া) চট্টগ্রাম :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

দক্ষিণ চট্টগ্রামে মহাসড়কে যানজট নিরসনে যৌথ অভিযান পরিচালনা করে ২৪টি ত্রি-হুইলার আটক করেছে লোহাগাড়া থানা এবং দোহাজারী হাইওয়ে থানা পুলিশ। ১০ নভেম্বর বৃহস্পতিবার লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান ও দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফানের নির্দেশনায় হাইওয়ে সেকেন্ড অফিসার মোহাম্মদ হোসেন ও লোহাগাড়া থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মহাসড়কের পাশে অবৈধভাবে বসা ফুটপাত উচ্ছেদ করা সহ নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালিয়ে ২১টি সিএনজি অটোরিকশা, ত্রি হুইলার ও ৩টি লেগুনা আটক করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান সাংবাদিকদের জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা আছে মহাসড়কে সিএনজি অটোরিকশা, ত্রি হুইলার ও লেগুনা গাড়ি চলাচল করা যাবেনা। কোর্টকে অমান্য করে এসব গাড়ি গুলো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এসব গাড়ির চালকদের নেই কোন ড্রাইভিং লাইসেন্সে। যার কারণে সড়কে প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। এসব গাড়ি গুলোর কারণে বটতলী স্টেশন সহ বিভিন্ন স্টেশনে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। তিনি আরো জানান, মহাসড়কের দুই পাশে বসা অবৈধ ফুটপাত, যত্রতত্র গাড়ি পার্কিং ও নিষিদ্ধ পরিবহন চলাচল বন্ধ করাসহ সড়কে শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশ রয়েছে। জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে এবং পরবর্তীতেও তা অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানকালে দোহাজারী হাইওয়ে থানার সার্জেন্ট নাজমুল হক, এসআই ফয়েজ, এসআই আবদুর রহমান, এএসআই রিপন, এএসআই সুমন, মুন্সি রায়হান সহ লোহাগাড়া থানার এএসআই শ্যামল উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com