বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা ব্যাংকিং সেবাখাতে উৎকর্ষের ২৫ বছর উদযাপন করল ব্যাংক এশিয়া শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও সেবা এগ্রো-টেক এন্ড সীডস লিমিটেড এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত মাইলস্টোন কলেজে দ্বাদশ শ্রেণির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মনমাতানো ক্লাস পার্টি অনুষ্ঠিত ব্যবসায়ীদের সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান অধ্যাপক ইউনূসের রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির দেশমাতৃকার বিরুদ্ধে দেশী-বিদেশী চক্রান্ত থেমে নেই: তারেক রহমান তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

স্মার্ট ফকিরহাট বিনির্মাণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে ৯ম বেতাগা দিবস

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

বাগেরহাটের ফকিরহাট উপজেলাকে স্মার্ট বিনির্মাণ ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনসম্পৃক্ত কার্যকর ইউনিয়ন পরিষদ গড়ার লক্ষ্যে উৎসবমূখর পরিবেশে ও নানা আয়োজনে ৯ম বেতাগা দিবস-২০২২ পালিত হয়েছে। বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় ফিতা কেটে এবং বেলুন ও ফেষ্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মলয় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শাহিনুজ্জামান, খুলনা বিভাগের ইউনিসেফ, ফিল্ড অফিসের চীফ মো. কাওসার হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. নাজমুল হুদা। এদিকে বেতাগা দিবস উপলক্ষ্যে এদিন উচ্চ শিক্ষা সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের ২৭জন শিক্ষার্থীকে ৫লক্ষ ২৮হাজার টাকা উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। কন্যা বর্তিকা কর্মসূচির আওতায় ৯জন ছাত্রীকে বাইসাইকেল ও ৯জন নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ৯জন প্রতিবন্ধীকে হুইল চেয়ারসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বেতাগা আধুনিকায়নে অনন্য ভূমিকার রাখার জন্য সেক্টর ভিত্তিক সম্মননা প্রদান করা হয়। এর আগে অতিথিরা বেতাগা ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শণ করেন। এসময় প্রধান অতিথি বেতাগা স্পোর্টস কমপ্লেক্স ও ইউপিএম সেন্টারের শুভ উদ্বোধন করেন। বেতাগা দিবস অনুষ্ঠান উপলক্ষ্যে ৪০টি বিভিন্ন স্টল বসেছে। অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী শিক্ষার্থীসহ সূধিজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com