রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৮৯তম জন্মবার্ষিকী নগরকান্দায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ওসি, সাংবাদিকসহ আহত- ৩০ কালীগঞ্জে নানা সংকটে গ্রাম আদালত সুফল পেতে প্রয়োজন কার্যকরী উদ্যোগ কটিয়াদীতে তারুণ্যের উৎসব উদযাপন, ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মুন্সীগঞ্জে লুন্ঠিত মালামালসহ ৭ ডাকাত গ্রেফতার লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজে বর্ণিল পিঠা উৎসব ছয় মাসেও উদ্ধার হয়নি নিখোঁজ অন্তঃস্বত্তা গৃহবধূ স্বপ্না হিলির রেললাইনের ধারে খেজুর রস নামাতে ব্যস্ত গাছিরা মোহাম্মদিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন গাইবান্ধায় ছোটবোন ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্যাতিত গৃহবধূর সংবাদ সম্মেলন

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে পিরোজপুরে আহত ও শহীদদের স্মরণসভা

ইমাম হোসেন মাসুদ, পিরোজপুর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সালের জুলাই-আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুথানে পিরোজপুরের আহত ও শহীদদের স্বরনে স্বরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের আয়োজনে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, সেনাবাহিনীর মেজর কাজী জাহিদুল ইসলাম, জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, জেলা জামায়াতের আমির মো. তোফাজ্জল হোসাইন ফরিদ, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি আতিকুল ইসলাম মাসুদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, শহীদ পরিবারের সদস্য শহীদ মামুন খন্দকারের ভাই মাহমুদুল হাসান, শহীদ হাফিজুলের পিতা আবু বকর সিকদার, শহীদ এমাদুলের মা হাসিনা বেগম, আহত শিক্ষার্থী জোবায়ের সাবাব, মো. সিয়াম, মিনাহাজুল আবেদীন মুহিত, সাকিল ইসলাম, জাহিদুল ইসলাম, এস এম মাহথির প্রমুখ। স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। ২০২৪ সালের জুলাই-আগষ্টের গণঅভ্যুধানে পিরোজপুর জেলার ৬০ জন আহত ও ৫ জন নিহত হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের সদস্যরা। এসময় নিহতদের বাবা ও মা কেঁদে কেঁদে তাদের ছেলে ও স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com