সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘জ্বালানি উৎপাদন বাড়ানো’র বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব সম্প্রতি ওপেক প্লাস দেশগুলোর সাথে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন বাড়ানোর ব্যাপারে আলোচনা করছে। জ্বালানি মন্ত্রী বলেন, ‘বৈঠকের আগে ওপেক প্লাস কোনো সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করে না, এতে গোপন করার কিছু নেই।’ সৌদি প্রেস অ্যাজেন্সি এই খবর জানিয়েছে।
যুবরাজ আব্দুল আজিজ বলেন, ‘সংস্থাটি ২০২৩ সালের শেষ পর্যন্ত দিনে দুই মিলিয়ন ব্যারেল জ্বালানি কম উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।’ তিনি বলেন, ‘সরবরাহ এবং চাহিদার মধ্যে ভারসাম্য রাখতে যদি আবারো উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে আমরা প্রস্তুত আছি।’ সূত্র : আরব নিউজ