২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে এডুকেশন ওয়াচ। গত ২৩ মে, রাজধানীর ফার্মগেটে অবস্থিত আইডিয়াল কমার্স কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় মনোমুগ্ধকর এই সংবর্ধনা অনুষ্ঠানের। কৃতীদের নিয়ে অনুষ্ঠানটি শুরু হতেই অডিটোরিয়াম ছাড়িয়ে মুখরিত হয় সমগ্র ক্যাম্পাস জুড়ে। আনন্দমুখর সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আইডিয়াল কমার্স কলেজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকÑনির্দেশনামূলক বক্তব্য রাখেন নৈতিক শিক্ষা আন্দোলনের জন্য অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ড. এম এ হালিম পাটওয়ারী। প্রাণবন্ত অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে মূল অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। মেধাবীদের পদচারণায় মুখরিত অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন আবু সাঈদ। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ অনুষ্ঠানের পরিচালক ও এডুকেশন ওয়াচ পত্রিকার সম্পাদক মো. খলিলুর রহমান। কৃতীদের বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়াল কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খান মুহাম্মদ জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ হালিম পাটোয়ারী সমাগত ছাত্রছাত্রীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুভূতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন কৃতী শিক্ষার্থীদের কয়েকজন। মনকাড়া এই আয়োজনে প্রায় আড়াই হাজার কৃতী ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকগণ অংশগ্রহণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী প্রদান করে উৎসাহিত করা হয়।