টঙ্গীর আল-হেলাল স্কুলে বৃহস্পতিবার হাই স্কুল শাখার বার্ষিক ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণ ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোঃ আজমত উল্লাহ খান। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, ৫৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক জালাল মাহমুদ, সদস্য সচিব হারুন অর রশিদ, টঙ্গী সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা সরকার নজরুল ইসলাম বিপ্লব, টঙ্গী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সরকার জাহিদুল ইসলাম টিপু, অ্যাডভোকেট আজিম হায়দার আদিম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় দেশটি সুন্দরভাবে পরিচালনার জন্য মেধাবী নাগরিক প্রয়োজন। তবে চরিত্র ও নৈতিকতাবিহীন মানুষ মেধাবী হলেও তারা দেশের কল্যাণে আসেনা। তাই আমরা জ্ঞানী মানুষ চাই কিন্তু চরিত্রহীন জ্ঞানী চাইনা। আল-হেলাল স্কুল দেশকে নৈতিকতাসম্পন্ন যোগ্য নাগরিক উপহার দিচ্ছে বলে আমরা বিশ্বাস করি। স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ও ইহসান আরা শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী খোরশেদ আলম পাটোয়ারী, হাবিবুর রহমান হবি প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে বিকেলে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।