নেত্রকোনা বড় রেল স্টেশনের প্ল্যাট ফর্মে থাকা দরিদ্র ও শীতার্থ এবং রাজুর বাজার বেড়ি বাঁধে থাকা বস্তির পুরুষ ও মহিলাদের মাঝে মঙ্গলবার গভীর রাতে নেত্রকোনা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ কম্বল বিতরণ করেন। রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকা লোকদের নিজ হাতে কম্বল পড়িয়ে দেন এবং পরে সেখানে কলোনী থেকে আসা পুরুষ ও মহিলাদের মাঝে কম্বল বিতরণ করেন। এছাড়া নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের রাজুর বাজার বেড়ি বাধে থাকা বস্তির ঘরে ঘরে গিয়ে ও তিনি তাদের হাতে কম্বল প্রদান করেন। গভীর রাতে আচমকা কম্বল পেয়ে দরিদ্র লোকজন খুব খুশী হন। এসময় ছিলেন ডিডিএলজি জিয়া আহমেদ সুমন, এডিসি ( সাধারণ) মনির হোসেন, এডিসি (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, ইউএনও মাহমুদা আক্তার , সহকারি কমিশনারবৃন্দ এবং নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল। জেলা প্রশাসক জানান, গত ১৫দিনে সারা জেলায় প্রায় ৫০ হাজার কম্বল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও মাধ্যমে দরিদ্ররে মাঝে বিতরণ করা হয়েছে।