ফরিদপুরে সরকার কর্তৃক বিদ্যুতের অযৌক্তিক ভাবে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবীতে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি আজাদ আবুল কালাম এর সভাপতিত্বে রোববার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা কমিটির সদস্য সুধীন সরকার মঙ্গল, মানিক মজুমদার প্রমূখ। এ সময় বক্তারা সরকার কর্তৃক অযৌক্তিক ভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা সরকারের সমালোচনা করে বলেন সরকারের নানা মুখী দুর্নীতি ও লুটপাটের কারণে ঋণের বুঝা দিন দিন ভারি হওয়ার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের উপর দায়ভার চাপানোর জন্য বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। অনতিবিলম্বে সরকার বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষণাও দেন তারা।