মানসম্মত ডিজিটাল শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে শেখ হাসিনার সরকার। শিক্ষার্থীরা আইসিটিতে দক্ষ হয়ে সারা বিশ্বের আধুনিক শিক্ষায় যুক্ত হতে পারছে। তাই শিক্ষা যেমন ডিজিটাল হচ্ছে তেমনি শিক্ষকদেরও ডিজিটাল হতে হবে। আজকের শিক্ষার্থীরাই চতুর্থ শিল্প বিপ্লবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ কাজ করবে। রবিবার (২৯ জানুয়ারি) মনোহরদী সরকারি কলেজে নবীনবরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন শিল্পমন্ত্রী এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় মন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সুফলগুলো গ্রহন ও কুফলগুলো এড়িয়ে চলতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে সম্পৃক্ত থাকতে হবে। মনোহরদী সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী, জেলা পরিষদ সদস্য একেএম জহিরুল হক, মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা প্রমুখ।