শেরপুরে মুক্ত জলাশয়ে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় সোমবার ১৪ই সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলায় ৯টি স্থানে পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির আওতায় রুই জাতীয় অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ ইত্যাদি মাছের ৩৬৩.৬৪ কেজি পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, সহকারী কমিশনার ভূমি ফারুক আল মাসুদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি প্রমুখ। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে , মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার নদ-নদী ও পুকুরে দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয় এবং আগামীতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।