লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী মৌলভি আব্দুল মালেক ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী সভা সম্পন্ন হয়েছে। শনিবার মহেশখীল মাদ্রাসায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেনারি বিশ^বিদ্যালয়ের বিভাগীয় প্রধান ড. আব্দুল আহাদ, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, আল বাশার একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মহি উদ্দিন, গ্রিন হ্যাভেন এর প্রধান শিক্ষক মোঃ মানিক হোসেন, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মমিনুল হক মামুন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন পরিসংখ্যান বুরে্যার সাবেক উপ-পরিচালক আবু খালেদ মোঃ সাইফুল্লাহ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও বৃত্তি প্রাপ্ত দুই শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।