হঠাৎ পাকিস্তান সুপার লিগ (পিএসএল০ ছাড়লেন সাকিব আল হাসান। সরাসরি যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যাচ্ছেন তিনি। জানা গেছে পারিবারিক কারণেই মাঝ পথে পিএসএল ছেড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যদিও তার দল পেশোয়ার জালমি প্লে অফ নিশ্চিত করলে পুনরায় দেখা যেতে পারে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে। বিপিএল শেষে যুক্তরাষ্ট্রে যাবার কথা থাকলেও হঠাৎ করেই পাকিস্তান ছুটেন সাকিব আল হাসান। জানা যায়, পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে খেলার জন্যই তার পাকিস্তান গমন। দলের সাথে যোগ দিয়ে একটি ম্যাচও খেলেন সাকিব৷ তবে হঠাৎ করেই পিএসএল ছাড়তে হচ্ছে সাকিবকে। ইতোমধ্যে সাকিবের বদলিও খুঁজে নিয়েছে তার দল পেশোয়ার জালমি, আজমতুল্লাহ ওমরজাইকে দলভুক্ত করেছে তারা। বিষয়টি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা জানায়, ‘পেশোয়ার জালমির সাকিব আল হাসান জরুরি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্র যাবেন এবং তার জায়গা নেবেন আজমতউল্লাহ ওমরজাই।’
তবে প্লে অফ পর্বে সাকিবকে দেখা যাবে বলে আশাবাদী পিসিবি। তারা জানায়, ‘বাংলাদেশি এই অলরাউন্ডার পাকিস্তানে সুপার লিগের প্লে অফে আবারো ফিরে আসবেন যদি পেশাওয়ার জালমি প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে।’ একই কথা বলেছেন সাকিব আল হাসানও৷ এক বিবৃতিতে সাকিব বলেন, ‘জরুরি ব্যক্তিগত কারণে আমি পিএসএল ছেড়ে যাচ্ছি। আমি জানি পাকিস্তানে আমার শক্তিশালী ফ্যানবেস রয়েছে। আমি তাদের উপস্থিতিতে বাকি ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষায় আছি।’ এই সময় পেশোয়ারের হয়ে শিরোপা জেতার প্রত্যয়ও ব্যক্ত করেন সাকিব। সেই সাথে শিরোপা জয়ে ভূমিকা রাখতে চান দাবি করে সাকিব বলেন, ‘হতাশ হওয়ার কোন কারণ নেই। আমি আবারো দ্বিতীয় পর্বের খেলার আগে ফিরে আসব এবং পেশোয়ার জালমিকে আবারো শিরোপা জেতাতে ভূমিকা রাখার চেষ্টা করব।’