ভারতে বিশ্বকাপ, খেলাটা আবার ৫০ ওভারের ফরম্যাটে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বাংলাদেশ, সুখ স্বপ্ন দেখা দিচ্ছে সমর্থকদের চোখে। তাই লক্ষ্যটাও হয়েছে বড়, সম্ভাবনার পালেও লেগেছে হাওয়া। হয়তো কিছু হয়ে যাবে এবার, অসম্ভব নয় শিরোপায় চুমু আঁকা। তবে নাজমুল হাসান পাপন ভাবছেন ভিন্নভাবে, ইতিহাস, পরিসংখ্যান কিংবা শক্তিমত্তা বাংলাদেশকে সমর্থন দিলেও ভারত বিশ্বকাপে বড় স্বপ্ন দেখতে সাহস পাচ্ছেন না বিসিবি সভাপতি।
একদিনের ক্রিকেট বরাবরই অন্যতম সেরা ফরম্যাট বাংলাদেশের। ক্রিকেটের পরাশক্তি দেশগুলোও সাকিব-তামিমদের কাছে ধরা খেয়েছে এই ফরম্যাটে, আর খেলাটা যদি হয় নিজেদের মাটিতে, তবে বড় রাঘববোয়ালই চুনোপুঁটি হয়ে যায় মুখোমুখি দেখা হলে। আর এখানেই স্বপ্ন দেখছে সমর্থকেরা, খেলাটা যদিও বাংলাদেশে না; পার্শ্ববর্তী দেশ ভারতে। আর ভারতের মাঠ-ঘাট, আবহাওয়ায় খুব একটা পরিবর্তন নেই, সবই বাংলাদেশের অনুকূলে। তবুও কেন ভারত বিশ্বকাপ নিয়ে স্বপ্ন দেখতে এতো দ্বিধা, তা স্পষ্ট করে দিয়েছেন নাজমুল হাসান পাপন। মূলত দ্বিপাক্ষিক সিরিজে ভালো করলেও কেন জানি বিশ্বকাপে সাফল্য আসে না বাংলাদেশের, আটকে যায় কোনো এক অদৃশ্য বাধায়; এই বিষয়টাই বিসিবি বসের মনে ভয় জাগায়।
গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল নিয়ে তার প্রত্যাশার কথা জানতে চাইলে পাপন বলেন, ‘এইটা বলা কঠিন। মেয়েদের বিশ্বকাপেও আমরা ভেবেছিলাম শ্রীলংকা ও ওয়েস্টইন্ডিজের বিপক্ষে জিতবো। কিন্তু আমরা পারিনি। তাই এটা বলা কঠিন। তবে এবার আমাদের অন্তত সেমিফাইনালে যাওয়া উচিৎ। এরপর পরবর্তী ধাপ।’ কেন সেমিফাইনালে খেলা উচিত, তাও স্পষ্ট করে দিয়ে পাপন আরো বলেন, ‘আমরা ওয়ানডেতে ভালো খেলি। তাই প্রত্যাশা একটু বেশি। যেহেতু ভারতে খেলা, সেহেতু এটা আমাদের জন্য বাড়তি সুবিধা। ভারতের উইকেটের সাথে আমাদের ঢাকা-চট্টগ্রামের উইকেটের তেমন পার্থক্য নেই।’