সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

বইমেলায় ‘বোমা হামলার হুমকি’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩

অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য দাবি করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। চিঠির প্রেরক নিজেকে মোহাম্মদ সাইফুল বলে পরিচয় দেন। বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেছেন, গত বৃহস্পতিবার চিঠিটি বাংলা একাডেমিতে পৌঁছেছে। আমরা শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেছি। তিনি জানান, গত ২০ ফেব্রুয়ারি খিলগাঁও পোস্ট অফিস থেকে চিঠিটি পাঠানো হয়।
বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা বলেন, খামের সিল বিশ্লেষণ করে কোন জায়গা থেকে এটি পাঠানো হয়েছে সেটা আমরা চিহ্নিত করেছি। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শহীদুল্লাহও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিটি আরও যাচাই-বাছাইয়ের জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। তিনি বলেন, চিঠিটি জঙ্গি সংগঠনটি (আনসার আল ইসলাম) পাঠিয়েছে কি না, তা জানার জন্য আমরা তদন্ত শুরু করেছি। এর পরিপ্রেক্ষিতে বইমেলার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান শাহবাগ থানার ওসি (তদন্ত) মাহফুজুল হক ভূঁইয়া।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com