বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় সড়কের কাজ ফেলে ঠিকাদার লাপাত্তা, জনদুর্ভোগ চরমে ধনবাড়ীতে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য ঢেঁকি মৌলভীবাজার জেলার ৫ উপজেলা ও ৫ পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যােগে পত্রিকার হকার ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ এর ফাইনাল ম্যাচ নবাগত নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদকে ফুলেল শুভেচছা মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান শ্রীমঙ্গলে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা শিক্ষকের দুর্ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক এমপি’র তারাকান্দায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের ভাষা দিবস পদক প্রদান গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে ২৭ ফেব্রয়ারি সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাব আব্দুস সালাম মিলনায়তনে ভাষা দিবস পদক প্রদান গুণীজন সম্মাননা ও লেখক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি,কন্ঠ শিল্পী ও সাংবাদিক যাকিউল হক জাকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি (অব:) মোহাম্মদ আব্দুর রউফ।
এবছর দুজনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে তারা হলেন কবি মতিউর রহমান মল্লিক (মরণোত্তর) ও বিশিষ্ট শিশু সাহিত্যিক মাহবুবুল হক। কবি মল্লিকের মরণোত্তর সম্মাননা গ্রহন করেন পরিবারের পক্ষে নাঈম আল ইসলাম মাহীন।
২০২৩ এ পাঁচটি বিষয়ে ভাষা দিবস পদক পেয়েছেন চারুকলায় চিত্রশিল্পী ইব্রাহিম মন্ডল, সাহিত্যে রম্যলেখক লিয়াকত আলী, সঙ্গীতে হাসনাত কাদের, চলচ্চিত্র ও নাটকে আল হোসাইন পিয়ারু, ক্বেরাতে ক্বারী বিলাল হোসাইন। প্রত্যেককে নগদ অর্থ সম্মাননা স্বারক ও সনদ প্রদান করা হয়।
সহকারি সেক্রেটারি শিশু সাহিত্যিক নাসির আহমেদ ফয়সালের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আব্দুস সাত্তার, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, কবি আসাদ বিন হাফিজ, কবি মোশাররফ হোসেন খান, কবি আবু তাহের বেলাল, অধ্যাপক ড. মোঃ শামছুল আলম, বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও কবি জাকির আবু জাফর, স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সেক্রেটারি মাহবুব মুকুল।
পদক প্রদান শেষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র থেকে প্রকাশিত সীরাত গ্রন্থ রাহমাতুল্লিল আলামিন’র মোড়ক উম্মোচন এবং লেখকদের মধ্যে বিতরণ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com