শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
বগুড়া শেরপুরে আগুনে পুড়লো পঁচিশ বিঘা জমির ভুট্টা ইসলামাবাদে ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন বীর মুক্তিযোদ্ধার নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা বাগেরহাট নানান আয়োজনে মে দিবস পালিত ভালুকা বিশেষায়িত পেঁয়াজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন বরিশালে জাতীয়তাবাদী শ্রমিকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন কুড়িগ্রামের উলিপুরে ভুট্টা মাড়াইয়ে ব্যস্ত কৃষকেরা, দ্বিগুণ লাভের আশা নগরকান্দায় অগ্নিকান্ডে চারটি দোকান ঘর ভস্মীভূত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্রের মুক্তি হবে না-কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার গলাচিপায় পুষ্টি সমন্বয় কমিটির সভা ও জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত

৪৭ ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিনিয়ত আপডেট করে চলেছে নিজেকে। বর্তমানে কয়েকশ কোটি ব্যবহারকারী আছে হোয়াটসঅ্যাপের। গ্রাহকদের প্ল্যাটফর্মটি ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে হোয়াটসঅ্যাপ। বিভিন সময় পুরোনো ফোনগুলোতে হোয়াটসঅ্যাপ তাদের অ্যাক্সেস বন্ধ করে দেয়। মূলত কিছু দিন পর পরই হোয়াটসঅ্যাপ অ্যাপের মিনিমাস সিস্টেম রিকোয়ারমেন্ট আপডেট করে। যার ফলে কিছু কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ আর কাজ করে না। এজন্য পুরোনো মডেলের ফোনগুলোতে হোয়াটসঅ্যাপের আপগ্রেড ভার্সন কাজ করে না।
২৮ ফেব্রুয়ারি , ২০২৩ থেকে ৪৭ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস। নতুন ডিভাইস, নতুন সফটওয়্যার আপডেট ইত্যাদি আসার ফলে, পুরনো প্রজন্মের সেই ফোনগুলো থেকে হোয়াটসঅ্যাপ তার সাপোর্ট তুলে নেয়। গত ৩১ ডিসেম্বর থেকে একগুচ্ছ ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস বন্ধ করেছে প্ল্যাটফর্মটি। এবার সেই তালিকায় আছে আইফোন, অ্যান্ড্রয়েড উভয় ডিভাইস। চলুন দেখে নেওয়া যাক কোন ফোনগুলোতে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।
আইফোন ৫, আইফোন ৫সি, স্যামসাং গ্যালাক্সি এসি ২, স্যামসাং গ্যালাক্সি কোর, স্যামসাং গ্যালাক্সি এস২, স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড ২য়, স্যামসাং গ্যালাক্সি ট্রেন্ড লাইট, স্যামসাং গ্যালাক্সি এক্সকাভার২, লেনোভো এ৮২০, এলজি ইনঅ্যাক্ট, এলজি লুসিড ২, এলজি অপটিমাস ৪এক্স এইচডি, এলজি অপটিমাস এফ৩, এলজি অপটিমাস এফ৩কিউ, এলজি অপটিমাস এফ৫, এলজি অপটিমাস এফ৬, এলজি অপটিমাস এফ৭, এলজি অপটিমাস এল২ ২য়, এলজি অপটিমাস এল৩ ২য়, এলজি অপটিমাস এল৩ ২য় ডুয়াল, এলজি অপটিমাস এল৪ ২য়, এলজি অপটিমাস এল৪ ২য় ডুয়াল, এলজি অপটিমাস এল৫, এলজি অপটিমাস এল৫ ডুয়াল, এলজি অপটিমাস এল৫ ২য়, এলজি অপটিমাস এল৭, এলজি অপটিমাস এল৭ ২য়, এলজি অপটিমাস এল৭ ২য় ডুয়াল, এলজি অপটিমাস নিট্রো এইচডি, আর্কোস ৫৩ প্লাটিনাম, গ্রান্ড এস ফ্লেক্স জেডটিই, গ্রান্ড এক্স কোয়াড ভি৯৮৭ জেডটিই, এইচটিসি ডিসাইরি ৫০০, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি১, হুয়াওয়ে অ্যাসেন্ড ডি২, হুয়াওয়ে অ্যাসেন্ড জি৭৪০, হুয়াওয়ে অ্যাসেন্ড ম্যাট, হুয়াওয়ে অ্যাসেন্ড পি১, কোয়াড এক্সএল, মিমো জেডটিই ভি৯৫৬, সনি এক্সপেরিয়া এআরসি এস, সনি এক্সপেরিয়া মিরো, সনি এক্সপেরিয়া নিও এল, উইকো সিংক ফাইভ ও উইকো ডার্কনাইট জেডটি। সূত্র: ইকোনোমিক টাইমস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com