সোমবার, ০৬ মে ২০২৪, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
দিল্লি বিমানবন্দরে বাংলাদেশী গার্মেন্টসের রফতানি বাড়ায় ভারতীয়দের আপত্তি নকলায় বিএনপির ৪ নেতানেত্রীকে বহিষ্কার পালিয়ে বাংলাদেশে এলেন আরও ৮৮ বিজিপি সদস্য ১২ দিনে পানিতে ডুবে ১২ শিশুর মৃত্যু অর্থবছরের ছয় মাসে রাজস্ব আহরণ প্রায় ১৪ শতাংশ বেড়েছে: অর্থমন্ত্রী চাঁদপুর সেচ প্রকল্প বাঁধের মাটি ইটভাটায় ব্যবহারের অভিযোগ বরিশালে ৮ ঘন্টা বন্ধ থাকার পর অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল শুরু : অতিরিক্ত পুলিশ মোতায়েন আপনাদের সহায়তায় সুস্থ জীবন চাই শ্রীমঙ্গলে সদ্যপ্রতিষ্ঠিত নূরে মদিনা মাদরাসার শিক্ষা কার্যক্রম পরিচালনা ও লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ফুলপুরে চেয়ারম্যান প্রার্থী হাবিবের মিছিল

এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-কার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

ভারতের বাজারে এলো সিট্রোয়েনের ইলেকট্রিক গাড়ি। সংস্থার সেই ইলেকট্রিক হ্যাচব্যাকের নাম সিট্রোয়েন ই-সি৩। গাড়িটির এআরএআই-ক্লেইমড রেঞ্জ ৩২০ কিলোমিটার। ডিসি চার্জারের সাহায্যে এই গাড়িটি মাত্র ৫৭ মিনিটের মধ্যেই ১০-৮০ শতাংশ চার্জ করতে পারে। অন্য দিকে একটি ৩.৩কিলোওয়াট এসি চার্জার ব্যবহার করে গাড়িটি ১০-১০০ শতাংশ চার্জ হতে সময় নেয় সাড়ে ১০ ঘণ্টা। নতুন গাড়িটির হাইয়ার স্পেক মডেলটিতে রয়েছে একটি ১০.২ ইি র টাচ ডিসপ্লে। সেই সঙ্গে গাড়িটিতে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, ফোর স্পিকার অডিও, মাই সিট্রোয়েন স্মার্টফোন কানেক্টিভিটি, ডুয়াল এয়ারব্যাগ, এবিএস ও ইবিডি।
সিট্রোয়েনের নতুন বৈদ্যুতিক গাড়িটির ব্যাটারির সঙ্গে ৭ বছর বা ১ লাখ ৪০ হাজার কিলোমিটারের ওয়ারান্টি দেওয়া হচ্ছে। গাড়ির মোটরের সঙ্গে থাকছে ৩ বছর বা ১ লাখ ২৫ হাজার কিলোমিটারের ওয়ারান্টি। গাড়িটিতে থাকছে ঘণ্টায় ২৯.৩ কিলোওয়াট ব্যাটারি প্যাক। গাড়িটির ফ্রন্ট অ্যাক্সেল মাউন্ট করা রয়েছে ৫৭ বিএইচপি ইলেকট্রিক মোটরের সঙ্গে। বৈদ্যুতিক গাড়িটি মাত্র ৬.৮ সেকেন্ডের মধ্যে ঘণ্টায় ০-৬০ কিলোমিটার অ্যাক্সিলারেট করতে পারে। ইলেকট্রিক গাড়িটির সর্বাধিক স্পিড ঘণ্টায় ১০৭ কিলোমিটার। গাড়িটিতে থাকছে দুটি ড্রাইভিং মোড-ইকো এবং স্ট্যান্ডার্ড। রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও দেওয়া হয়েছে এই গাড়িতে।
ভারতে সিট্রোয়েন ই-সি৩ ইলেকট্রিক হ্যাচব্যাকটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। তাদের এক্স-শোরুম দাম মডেল অনুযায়ী ভিন্ন। যেমন- সিট্রোয়েন ই-সি৩ লাইভের দাম ১১ লাখ ৫০ হাজার, সিট্রোয়েন ই-সি৩ ফিল ১২ লাখ ১৩ হাজার, সিট্রোয়েন ই-সি৩ ফিল ভাইব প্যাক ১২ লাখ ২৮ হাজার, সিট্রোয়েন ই-সি৩ ফিল ডুয়াল টোন ভাইব প্যাক ১২ লাখ ৪৩ হাজার টাকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com