শনিবার, ১৮ মে ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে দাখিলের শেষ দিনে ৪টি মনোনয়ন পত্র জমা পড়েছে

নওগাঁ প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া শেষ দিনে ৪জন প্রার্থী তাদের মনোনয়ন জমা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জমা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো: আনোয়ার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আব্দুল মালেক, রানীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারন সম্পাদক মফিজ উদ্দীন, আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি দুলাল দত্ত, সাধারন সম্পাদক চৌধূরী মোস্তাফা হোসে বাদলসহ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেলা ১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন শেখ মো: রেজাউল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লেঃ কর্নেল অবঃ আব্দুল লতিফ খান, জেলা বিএনপির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক আলহাজ্ব নাছির উদ্দীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ন্যাশনাল পিপলস পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন খন্দকার ইন্তেখার আলম। বৃহস্পতিবার দুপুরে নিজ নিজ দলের নেতাকর্মীদের নিয়ে জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসানের নিকট মনোনয়নপত্র জমা দেন। রানীনগর উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন কাজী গোলাম কবির। উল্লেখ্য, গত ২৮ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলমের মৃত্যুর পর আসনটি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আগামী ২০ সেপ্টেম্বর মনোনয়ন বাচাই করা হবে এবং ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে বলে তফশীলে উল্লেখ করা হয়। আগামী আক্টোবর মাসের ১৭ তারিখে উক্ত আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফশীলে উল্লেখ করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com