মোংলায় উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য নিয়ে দিনব্যাপি পন্য প্রদর্শনী এবং উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ মার্চ) মোংলা বন্দর শ্রমিক সংঘ প্রাঙ্গণে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর’র আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় নারী ও পুরুষদের তৈরি জুতা, মাটির পাত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী, বেত ও বাঁশের তৈরি শো-পিচ, মিষ্টান্ন, হাস মুরগী গরু খামার সহ বিভিন্ন পণ্যের ২০ টি স্টল ছিল। সকাল থেকে উদ্যোক্তা ও বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয় পন্য প্রদর্শনী মেলা প্রাঙ্গণ। উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্বা শেখ আব্দুর রহমান, রুপান্তরের প্রকল্প পরিচালক ফারুক আহম্মেদ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল/সম্পাদক আমির হোসেন আমু, পৌরসভার সচিব অমল কৃষ্ণ সাহা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় নেতা মোঃ নুর আলম শেখ, কর্মসুচি সম্মন্নয়কারী অসীম আনন্দ দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরত জাহান, বিআরডিবি কর্মকর্তা সবুজ বৈরাগী, রুপান্তরের কর্মকর্তা সুনীতি রায় সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে অতিথিগণ মেলা পরিদর্শণ করেন এবং উদ্যোক্তাগণের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন অতিথিগণ।